
ব্যবসায়িক বিনিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন সুমন শেখ (৩৫) নামের এক প্রতারক। বাওরাঈ গ্রামের মৃত আব্দুল বাতেন শেখের ছেলে সুমনের বিরুদ্ধে গাজীপুর আদালতে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ মাঝি জানান করেন, পোল্ট্রি ও মাছের ব্যবসার কথা বলে সুমন তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ তিন বছর ধরে তাকে ঘুরাচ্ছিলেন সুমন ও তার ভাই রুবেল শেখ। জিজ্ঞাসাবাদে সুমন শেখ মাসুদ মাঝির পাওনা ১২ লাখ টাকা স্বীকার করেন। পুলিশ জানায়, গত রাত তিনটায় নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হলেও তার ভাই রুবেল এখনো পলাতক। আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। কাপাসিয়া থানার সাব-ইন্সপেক্টর পলাশ মল্লিক জানান, সুমন শেখের বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বেলা একটার দিকে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন